18/3/21. Today diary
আজ আমি ভোর চারটে 58 মিনিটে উঠেছি। অনেকদিন পরিকল্পনা করেছি খুব ভোরে উঠবো। কিন্তু পারিনি। সকালে উঠে বেশ ভালো লাগছিল। তারপর একটু ধ্যান করলাম একটু প্রানায়াম করলাম। অনেকদিন সস্ত্রীক প্রাতঃভ্রমণ করিনি।
ছোট মেয়েটাকে ও সঙ্গে নিয়ে নিলাম প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা প্রাতঃভ্রমণের পর ফিরে এলাম। দীর্ঘদিন গুগল ম্যাপে কোন পোষ্ট দিইনি।
প্রাতঃভ্রমণে বেরিয়ে দুটো শিব এর মন্দিরের (Add place) পোস্ট দিলাম।দুপুরে গুগল থেকে রিপ্লাই পেলাম আমার নতুন পোষ্টটা লোকেশনে পরের দিন থেকে দেখানো হবে। মনে বেশ আনন্দ হল। ঘরের অনেক পেন্ডিং কাজ ছিল। সেগুলো যতটা পারলাম করলাম। দুপুরের ট্রেন ধরে কলকাতা গেলাম। ঘরে একটা ওয়াটার ফিল্টার এর প্রয়োজন ছিল সেটা কিনলাম। কিছু মোটরসাইকেলের স্পেয়ার পার্টস এবং প্রিন্টারের কালি কিনলাম।সন্ধ্যে সাতটার ট্রেন ধরে কলকাতা থেকে বাড়িতে ফিরলাম। সারাদিন অনেক কাজ করার ফলে খুব ক্লান্ত লাগছিল। রাত্রি
সাড়ে নটা নাগাদ শুয়ে পড়েছি।
Today I woke up at 4:58 in the morning. I have planned for a long time to get up very early. But I couldn't. Woke up in the morning and felt pretty good. Then I meditated a little and did a little pranayama. I haven't had a morning walk with my wife for a long time.
I took the little girl with me and went out for a morning walk. Came back after 1 hour morning walk. I haven't posted on Google Maps for a long time.
I went out in the morning and posted two Shiva's temples (Add place). In the afternoon I got a reply from Google. My new post will be shown in the location from the next day. I feel very happy. The house had a lot of pending work. I did them as much as I could. I took the afternoon train to Kolkata. I needed a water filter in the house and bought it. I bought some motorcycle spare parts and printer ink. I took the seven o'clock train in the evening and returned home from Kolkata. I felt very tired as a result of doing a lot of work all day. I went to bed at half past nine at night.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন