23/03/21Normal air VS Nitrogen gas

দীর্ঘ কুড়ি বছর ধরে আমি মোটরসাইকেল রিপেয়ারিং এর ব্যবসা করি। প্রথমে কম্প্রেসার এর সাহায্যে সাধারণ হাওয়া চাকায় দিতাম। 2014 সাল নাগাদ ElGI কোম্পানির একটা নাইট্রোজেন মেশিন কিনলাম। তারপর থেকেই আমি সমস্ত বাইকের চাকায় নাইট্রোজেন গ্যাস দিয়ে থাকি। এই গ্যাস দেওয়ার ফলে অনেকগুলো উপকারিতা ও দেখতে পাই। 1. প্রথমত ব্যালেন্স অনেক ভালো হয়ে যায়। 2আগের চেয়ে এখন একটা বেশি মসৃণতা অনুভব করা যায়। 3. টায়ার প্রেসার টা প্রায় দু'মাস একই রকম থাকে। 4. বাইক চালালে একটা কম্পন হয় , সেটা আগে র তুলনায় কম হয়ে যায়। 5. আমার গ্রাহকরা আমাকে জানিয়েছে,যারা সারাদিন দীর্ঘক্ষন বাইক চালায় তাদের কোমরে ব্যথা টা আগের তুলনায় কম হচ্ছে। 6. যারা স্টান্ট শো করে থাকে তাদের ও খুব সুবিধা হয়ে থাকে। 7. টায়ারের জীবনকাল বেড়ে যায়। 8. সবচেয়ে বড় কথা একজন গ্রাহকের গাড়ি সার্ভিসিং করে দেয়ার পর গ্রাহক যখন গাড়িটা চালিয়ে দেখেন এবং খুব সহজেই satisfied' হয়. 9. টায়ার পাংচার হয়ে গেলেও খুব সহজে এই গ্যাস এর বাইরে বেরিয়ে আসে না ফলে সহজেই একটা রিপিয়ারিং সেন্টার পৌঁছানো যায় । 10. খারাপ রাস্তায় গাড়ি চালালেও কষ্টের পরিম...