23/03/21Normal air VS Nitrogen gas

দীর্ঘ কুড়ি বছর ধরে আমি মোটরসাইকেল রিপেয়ারিং এর ব্যবসা করি। প্রথমে কম্প্রেসার এর সাহায্যে সাধারণ হাওয়া চাকায় দিতাম। 2014 সাল নাগাদ ElGI কোম্পানির একটা নাইট্রোজেন মেশিন কিনলাম। তারপর থেকেই আমি সমস্ত বাইকের চাকায় নাইট্রোজেন গ্যাস দিয়ে থাকি। এই গ্যাস দেওয়ার ফলে অনেকগুলো উপকারিতা ও দেখতে পাই।
1. প্রথমত ব্যালেন্স অনেক ভালো হয়ে যায়।
2আগের চেয়ে এখন একটা বেশি মসৃণতা অনুভব করা যায়।
3. টায়ার প্রেসার টা প্রায় দু'মাস একই রকম থাকে।
4. বাইক চালালে একটা কম্পন হয় , সেটা আগে র তুলনায় কম হয়ে যায়।
5. আমার গ্রাহকরা আমাকে জানিয়েছে,যারা সারাদিন দীর্ঘক্ষন বাইক চালায় তাদের কোমরে ব্যথা টা আগের তুলনায় কম হচ্ছে।
6. যারা স্টান্ট শো করে থাকে তাদের ও খুব সুবিধা হয়ে থাকে।
7. টায়ারের জীবনকাল বেড়ে যায়।
8. সবচেয়ে বড় কথা একজন গ্রাহকের গাড়ি সার্ভিসিং করে দেয়ার পর গ্রাহক যখন গাড়িটা চালিয়ে দেখেন এবং খুব সহজেই satisfied' হয়.
9. টায়ার পাংচার হয়ে গেলেও খুব সহজে এই গ্যাস  এর বাইরে বেরিয়ে আসে না ফলে সহজেই একটা রিপিয়ারিং সেন্টার পৌঁছানো যায় ।
10. খারাপ রাস্তায় গাড়ি চালালেও কষ্টের পরিমাণ অনেক কমে যায়।
11. নাইট্রোজেন গ্যাস ভরার পর সাসপেনশন সিস্টেমের অর্ধেক কাজটি করবে গাড়ির টায়ার।

যখন আমরা বাইকের পেছনে একজন মহিলাকে বসাই, তিনি যদি শাড়ি পড়ে বসে থাকেন, সেক্ষেত্রে বাইক চালাতে খুব অসুবিধা হয়ে থাকে। যিনি বাইক চালাচ্ছে তার ব্যালেন্স কমে যায় । এয়ার প্রেসার প্রায় দুই মাস থাকে তার ফলে বারবার হাওয়া দিতে হয় না ।নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি হয় না ফলে ব্রেক ইফিসিয়েন্সি ও কমেনা দীর্ঘ 100 কিলোমিটার যাত্রার পরে। যেসব মহিলারা গাড়ি চালান তাদের এই গ্যাস টা অবশ্যই টায়ার এ ভরা উচিত কারণ,পুরুষদের তুলনায় তাদের শরীরের ওজন কম হয় তার ফলে তারা বেশি কষ্ট অনুভব করে গাড়ি চালালে।
ধন্যবাদ বন্ধু।আমার ব্লগ পড়তে থাকুন আমি অনেক ভালো ভালো তথ্য আপনাদের শেয়ার করব।

I have been in the business of motorcycle repairing for over twenty years. At first I used a compressor to blow ordinary air into the wheels. By 2014, I bought a nitrogen machine from ElGI. Since then I have been using nitrogen gas on all bike wheels. There are many benefits to giving this gas.
 1. First the balance becomes much better.
 2 A more smoothness can be felt now than before.
 3. Tire pressure stays the same for about two months.
 4. There is a vibration when riding a bike, it is less than before.
 5. My clients have informed me that those who ride bikes all day long have less back pain than before.
 6. Those who do stunt shows also benefit a lot.
 7. Increases the lifespan of the tire.
 8. The biggest thing is after servicing a customer's car when the customer sees the car running and is easily 'satisfied'.
 9. Even if the tire is punctured, this gas does not come out easily so a repairing center can be reached easily.
 10. Driving on bad roads also reduces the amount of trouble.
 11. Car tires will do half the work of the suspension system after filling with nitrogen gas.
 When we put a woman on the back of the bike, if she is wearing a sari, it is very difficult to ride the bike. The balance of the person riding the bike decreases. The air pressure lasts for about two months, so there is no need to blow air repeatedly. Women who drive must fill their tires with gas because they weigh less than men and drive harder.
 Thanks buddy. Keep reading my blog I will share a lot of good information with you.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

17/03/21

ভেলোরে চিকিৎসার খুঁটিনাটি