পোস্টগুলি

বাইক পছন্দ করার সহজ নিয়ম

ছবি
আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম আপনারা একটু খুলে দেখুন

তারকেশ্বর এ গঙ্গাজল নিয়ে যাওয়ার অভিজ্ঞতা

তারকেশ্বর ভ্রমণ আমার বন্ধু, কৌশিক ব্যানার্জি গত পাঁচ বছর ধরে তারকেশ্বরে গঙ্গাজল ঢালতে যায়। প্রত্যেক বছর সে আমাকে বিশেষভাবে অনুরোধ করে গঙ্গাজল ঢালতে যাবার জন্য কিন্তু আমি কোন বছরই তাকে সঙ্গ দিতে পারিনি। কারণ আমার সেভাবে কোনরকম ইচ্ছা হতো না। প্রত্যেক বছর অনুরোধ না রাখার ফলে, নিজের মনে আমি ভীষণ অনুতপ্ত বোধ করি এবং আমি ঠিক করি এই বছর আমি তাকে সঙ্গ দেব।অন্তত একবার তার ইচ্ছাটা পূরণ করি। তাই এই বছর আমি ঠিক করি আমি আমার বন্ধুর সঙ্গে যাবো এবং মনে মনে একটা পরিকল্পনা তৈরি করতে থাকি। ঠিক একমাস আগে , সে আমাকে প্রতি বছরের মত এই বছর ও প্রস্তাব দেয় এবং আমি তাকে আশাহত না করে , বলি যদি তোর সঙ্গে কেউ না যায় তাহলে আমি যাব। আমি তাকে সম্পূর্ণ নিশ্চিত করিনি যে আমি তার সঙ্গে যাবই। আমি তোমার সঙ্গে যাচ্ছি তাকে আমি বিন্দুমাত্র বুঝতে দিইনি এবং তার কাছ থেকে পূর্বে যাওয়ার তার যাবতীয় অভিজ্ঞতার তথ্য রোজ একটু একটু করে সংগ্রহ করছি । আমার এই অভিযান সম্পূর্ণ সফল করার জন্য নিজেও একটা সুষ্ঠু সঠিক পরিকল্পনা তৈরি করলাম। কি করবো ,কি করবো না। যাবার আগের দিন রাত্রে যখন এক...

ভেলোরে চিকিৎসার খুঁটিনাটি

ছবি
 নমস্কার বন্ধুরা, আমি আমার স্ত্রীকে নিয়ে সিএমসি তে চিকিৎসা করার জন্য এসেছি আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে চাই যদি আপনারা কখন এখানে আসেন আমার রিভিউটা পড়লে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। সিএমসি তে আসবার আগে আপনার করনীয় কাজ ১ অবশ্যই আপনার এটিএম কার্ড , ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়ে আসবেন। সিএমসি হসপিটাল এর ভিতরেই এস বি আই SBI এটিএম কাউন্টার আছে, সিএমসি হসপিটাল এর সেকেন্ড গেটের অপজিট সাইডে ইউকো ব্যাংকের এটিএম আছে। সিএমসিতে সমস্ত প্রেমেন্ট ক্যাশ অথবা ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করা যায়। মোবাইলের সাহায্যে অনলাইন পেমেন্ট করা যায় না। ২ মোবাইল ফোনে অনলাইন ট্রানজেকশন সিস্টেম আপলোড করে নিয়ে এলে খুব সুবিধা হবে। অনলাইন পেমেন্টস যেরকম পেটিএম, গুগোল পে, পে, ইত্যাদি। আমি বাজার করার সময় ,সব সময় অনলাইন পেমেন্টস করতাম , এতে দুটো সুবিধা ছিল খুচরো পয়সার কোন সমস্যা হতো না, নগদ টাকা দিয়ে কোন কেনাকাটায় করতে হত না। আমি পেটিএম এর মাধ্যমে সমস্ত প্রেমেন্ট করতাম। শুধু মাছের দোকান এবং সিএমসিতে দুধের দোকানে টাকা দিয়ে লেনদেন করতে হতো ওদের কোন রকম অনলাইন সুবিধা ছিল না। ৩ আইআরসিটিসি ...

23/03/21Normal air VS Nitrogen gas

ছবি
দীর্ঘ কুড়ি বছর ধরে আমি মোটরসাইকেল রিপেয়ারিং এর ব্যবসা করি। প্রথমে কম্প্রেসার এর সাহায্যে সাধারণ হাওয়া চাকায় দিতাম। 2014 সাল নাগাদ ElGI কোম্পানির একটা নাইট্রোজেন মেশিন কিনলাম। তারপর থেকেই আমি সমস্ত বাইকের চাকায় নাইট্রোজেন গ্যাস দিয়ে থাকি। এই গ্যাস দেওয়ার ফলে অনেকগুলো উপকারিতা ও দেখতে পাই। 1. প্রথমত ব্যালেন্স অনেক ভালো হয়ে যায়। 2আগের চেয়ে এখন একটা বেশি মসৃণতা অনুভব করা যায়। 3. টায়ার প্রেসার টা প্রায় দু'মাস একই রকম থাকে। 4. বাইক চালালে একটা কম্পন হয় , সেটা আগে র তুলনায় কম হয়ে যায়। 5. আমার গ্রাহকরা আমাকে জানিয়েছে,যারা সারাদিন দীর্ঘক্ষন বাইক চালায় তাদের কোমরে ব্যথা টা আগের তুলনায় কম হচ্ছে। 6. যারা স্টান্ট শো করে থাকে তাদের ও খুব সুবিধা হয়ে থাকে। 7. টায়ারের জীবনকাল বেড়ে যায়। 8. সবচেয়ে বড় কথা একজন গ্রাহকের গাড়ি সার্ভিসিং করে দেয়ার পর গ্রাহক যখন গাড়িটা চালিয়ে দেখেন এবং খুব সহজেই satisfied' হয়. 9. টায়ার পাংচার হয়ে গেলেও খুব সহজে এই গ্যাস  এর বাইরে বেরিয়ে আসে না ফলে সহজেই একটা রিপিয়ারিং সেন্টার পৌঁছানো যায় । 10. খারাপ রাস্তায় গাড়ি চালালেও কষ্টের পরিম...

18/3/21. Today diary

ছবি
আজ আমি ভোর চারটে 58 মিনিটে উঠেছি। অনেকদিন পরিকল্পনা করেছি খুব ভোরে উঠবো। কিন্তু পারিনি। সকালে উঠে বেশ ভালো লাগছিল। তারপর একটু ধ্যান করলাম একটু প্রানায়াম করলাম। অনেকদিন সস্ত্রীক প্রাতঃভ্রমণ করিনি। ছোট মেয়েটাকে ও সঙ্গে নিয়ে নিলাম প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা প্রাতঃভ্রমণের পর ফিরে এলাম। দীর্ঘদিন গুগল ম্যাপে কোন পোষ্ট দিইনি। প্রাতঃভ্রমণে বেরিয়ে দুটো শিব এর মন্দিরের (Add place) পোস্ট দিলাম।দুপুরে গুগল থেকে রিপ্লাই পেলাম আমার নতুন পোষ্টটা লোকেশনে পরের দিন থেকে দেখানো হবে। মনে বেশ আনন্দ হল। ঘরের অনেক পেন্ডিং কাজ ছিল। সেগুলো যতটা পারলাম করলাম। দুপুরের ট্রেন ধরে কলকাতা গেলাম। ঘরে একটা ওয়াটার ফিল্টার এর প্রয়োজন ছিল সেটা কিনলাম। কিছু মোটরসাইকেলের স্পেয়ার পার্টস এবং প্রিন্টারের কালি কিনলাম।সন্ধ্যে সাতটার ট্রেন ধরে কলকাতা থেকে বাড়িতে ফিরলাম। সারাদিন অনেক কাজ করার ফলে খুব ক্লান্ত লাগছিল। রাত্রি  সাড়ে নটা নাগাদ শুয়ে পড়েছি। Today I woke up at 4:58 in the morning. I have planned for a long time to get up very early. But I couldn't. Woke up in the morning and felt pretty good. ...

17/03/21

 আজকেও কাজের বাজার ভাল নেই। অবস্থা খুবই খারাপ। সারাদিন প্রায় বসে বসেই চলে গেল। সকালে একটা মাত্র স্কুটি এসেছিল। ইয়ামাহা কোম্পানি রে জেড মডেল। Even today the job market is not good. The situation is very bad.  He sat there almost all day and left. Only one scooter arrived in the morning. Yamaha company Ray Z model.

06/03/2021 diary

ছবি
  Date 6/3/21  আজ শনিবার. আজ দোকানে সকাল থেকে কোনো কাজে আসেনি চুপচাপ বসে আছি. মোটরসাইকেল রিপেয়ারিং ছাড়া পাশাপাশি অন্যান্য কিছু কাজ করি. যে রকম রেলের টিকিট করা, জেরক্স করা ,প্রিন্টিং করা ইত্যাদি. .  আমার আইআরসিটিসি  অথোরাইজেশন আছে. সকাল থেকে দশটা টিকিট করেছি. সামনে  বিধানসভা ভোট. এর জন্যই হয়তো বাজার টা  বসে গেছে.  আজ দুজন কর্মচারী এসেছে. সকাল  থেকে পাবজি খেলছে. কিছু করার নেই.  সন্ধে সাড়ে ছটা বেজে  গেল , মনে হয় না আজকে আর কিছু আয় হবে.   Today is Saturday. I have not come to work in the shop since this morning, I am sitting quietly. Do other things besides motorcycle repair as well. The kind of train ticketing, xeroxing, printing, etc.  I have IRCTC authorization. I have ten tickets since morning. Assembly vote ahead. Maybe that's why the market is sitting. Two employees arrived today. Pubji has been playing since morning. There is nothing to do.  It's half past six in the evening, I don't think there will be any income...