তারকেশ্বর ভ্রমণ আমার বন্ধু, কৌশিক ব্যানার্জি গত পাঁচ বছর ধরে তারকেশ্বরে গঙ্গাজল ঢালতে যায়। প্রত্যেক বছর সে আমাকে বিশেষভাবে অনুরোধ করে গঙ্গাজল ঢালতে যাবার জন্য কিন্তু আমি কোন বছরই তাকে সঙ্গ দিতে পারিনি। কারণ আমার সেভাবে কোনরকম ইচ্ছা হতো না। প্রত্যেক বছর অনুরোধ না রাখার ফলে, নিজের মনে আমি ভীষণ অনুতপ্ত বোধ করি এবং আমি ঠিক করি এই বছর আমি তাকে সঙ্গ দেব।অন্তত একবার তার ইচ্ছাটা পূরণ করি। তাই এই বছর আমি ঠিক করি আমি আমার বন্ধুর সঙ্গে যাবো এবং মনে মনে একটা পরিকল্পনা তৈরি করতে থাকি। ঠিক একমাস আগে , সে আমাকে প্রতি বছরের মত এই বছর ও প্রস্তাব দেয় এবং আমি তাকে আশাহত না করে , বলি যদি তোর সঙ্গে কেউ না যায় তাহলে আমি যাব। আমি তাকে সম্পূর্ণ নিশ্চিত করিনি যে আমি তার সঙ্গে যাবই। আমি তোমার সঙ্গে যাচ্ছি তাকে আমি বিন্দুমাত্র বুঝতে দিইনি এবং তার কাছ থেকে পূর্বে যাওয়ার তার যাবতীয় অভিজ্ঞতার তথ্য রোজ একটু একটু করে সংগ্রহ করছি । আমার এই অভিযান সম্পূর্ণ সফল করার জন্য নিজেও একটা সুষ্ঠু সঠিক পরিকল্পনা তৈরি করলাম। কি করবো ,কি করবো না। যাবার আগের দিন রাত্রে যখন এক...