নমস্কার বন্ধুরা, আমি আমার স্ত্রীকে নিয়ে সিএমসি তে চিকিৎসা করার জন্য এসেছি আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে চাই যদি আপনারা কখন এখানে আসেন আমার রিভিউটা পড়লে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। সিএমসি তে আসবার আগে আপনার করনীয় কাজ ১ অবশ্যই আপনার এটিএম কার্ড , ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়ে আসবেন। সিএমসি হসপিটাল এর ভিতরেই এস বি আই SBI এটিএম কাউন্টার আছে, সিএমসি হসপিটাল এর সেকেন্ড গেটের অপজিট সাইডে ইউকো ব্যাংকের এটিএম আছে। সিএমসিতে সমস্ত প্রেমেন্ট ক্যাশ অথবা ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করা যায়। মোবাইলের সাহায্যে অনলাইন পেমেন্ট করা যায় না। ২ মোবাইল ফোনে অনলাইন ট্রানজেকশন সিস্টেম আপলোড করে নিয়ে এলে খুব সুবিধা হবে। অনলাইন পেমেন্টস যেরকম পেটিএম, গুগোল পে, পে, ইত্যাদি। আমি বাজার করার সময় ,সব সময় অনলাইন পেমেন্টস করতাম , এতে দুটো সুবিধা ছিল খুচরো পয়সার কোন সমস্যা হতো না, নগদ টাকা দিয়ে কোন কেনাকাটায় করতে হত না। আমি পেটিএম এর মাধ্যমে সমস্ত প্রেমেন্ট করতাম। শুধু মাছের দোকান এবং সিএমসিতে দুধের দোকানে টাকা দিয়ে লেনদেন করতে হতো ওদের কোন রকম অনলাইন সুবিধা ছিল না। ৩ আইআরসিটিসি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন